Last Updated: Monday, June 18, 2012, 20:48
দু`টির বদলে একটি দলকেই কেন লন্ডন অলিম্পিকের পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন, সে নিয়ে সুস্পষ্ট জবাব দাবি করল কেন্দ্রের ক্রীড়ামন্ত্রক। এআইটিএ মঙ্গলবার ক্রীড়া মন্ত্রকের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।